Monday, 23 May 2016

জমি সঙ্কক্রান্ত প্রয়োজনীয় তথ্য



*জমির চারটি প্রধান ডকুমেন্ট*


(১)দলিল এবং বায়া দলিল (বা বিক্রেতার মূল দলিল),(২)খতিয়ান,(৩)ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিট),(৪)খাজনা দাখিলা


১। দলিল এবং বায়া দলিল:-মূল দলিলে মালিকের নাম, এবং কার কাছ থেকে কেনা হয়েছে সেই তথ্য উল্লেখ থাকে। এছাড়া জমির তফসিল পরিচয় বা ঠিকানার বর্ণনা (মৌজা, দাগ নম্বর, জমির চতুর্দিকে সীমানা নির্ধারনী স্থাপনা) উল্লেখ করা হয়। বায়া দলিল হল জমিটি যার কাছ থেকে ক্রয় করা হয়েছে সেই মালিকের দলিল। বায়া দলিল ছাড়াও সংশ্লিষ্ট জমির পূর্বতন সকল কেনাবেচার দলিল থাকা প্রয়োজন।


২। খতিয়ান:-খতিয়ান বা পর্চা হল জমির মালিকের নাম ও ঠিকানার লিস্ট। অন্যভাবে বলা যায়, জমির স্বত্বাধিকারীর ইতিহাস বা মালিকানার রেকর্ড।


সাধারনত মাঠপর্যায়ের ভূমি জরিপের সময় খতিয়ান প্রস্তুত করা হয়। তবে, কেনাবেচার পর বা মালিকানা পরিবর্তনের পর নতুন মালিকের নামে মিউটেশন করার পর খতিয়ান জারি করা হয়। বায়া দলিলের মতই, পুরোনো সকল খতিয়ান সংরক্ষণ করা জরুরী।


বাংলাদেশের জন্মের পূর্বলগ্ন থেকে এপর্যন্ত মোট চারটি জরিপ করা হয়েছে। এগুলো হলো সময়ের ক্রমানুসারে:সিএস: (কেডেস্ট্রাল সার্ভে): ১৮৮৫ সালে শুরু এই জরিপ প্রথম বারের মত জমির রেকর্ড হিসেবে পরিচিত। জরিপ কার্য ১৮৯৮ সালে শেষ হয়। আরএস: (রিভিশনাল সার্ভে): সিএস এর ভুলত্রুটি সংশোধন করে প্রায় ৫০ বছর পর এই জরিপ খতিয়ান প্রস্তুত করা হয়।এস এ (স্টেট একুইজিশন সার্ভে): ১৯৫০ সালে জমিদারি জমি অধিগ্রহনের পর এই জরিপ পরিচালনা করা হয়। বি এস (বাংলাদেশ সার্ভে): সর্বশেষ এই জরিপ ১৯৯০ সালে পরিচালিত হয়। ঢাকা অণ্চলে মহানগর জরিপ হিসেবেও পরিচিত।


৩। ডিসিআর:-মূল মালিকের নামে খাজনা নির্ধারনের আগে, এই নোটিশ জারি হয়। ডকুমেন্ট এর মূল কপি থাকে ভূমি অফিসে, মালিককে কার্বন কপি দেয়া হয়।এছাড়া উত্তরাধিকার সূত্রে মালিকানা স্বত্ত্ব দাবি করতে লাগবে সাকসেশন সার্টিফিকেট। বর্তমানে এই সার্টিফিকেট সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশন অফিস থেকে সংগ্রহ করা যায়। পেইজের বর্তমান মূল বিষয় ভূমি ও সম্পত্তি


সম্পত্তি হস্তান্তর করার ক্ষেত্রে রেজিষ্ট্রি অফিসে যেসব ডকুমেন্ট জমা দেয়ার প্রয়োজন পড়ে সেগুলো হল-


১। খতিয়ান বা নামজারি খতিয়ান এর ফটোকপি,


২। খাজনার রশিদের ফটোকপি,


৩। ওয়ারিশী সম্পত্তি হলে ওয়ারিশান সার্টিফিকেট এর কপি।


তবে এক্ষেত্রে একজন অভিজ্ঞ দলিল লিখক বা আইনজীবি থেকে পরামর্শ নেয়া প্রয়োজন। এবং উল্লেখিত বিষয়গুলোর মুল কপি রেজিষ্ট্রি অফিসে কর্মরত কর্মকর্তা দেখতে চাইলে দেখাতে হবে।

No comments:

Post a Comment