Monday, 23 May 2016

কেন ধ্বংসের পথে মহৎ আইনের পেশা?


----------------------------------------------
আইন একটি মহৎ পেশা। এই পেশা শুধু পেশা নয়, সাথে মানব সেবা। বহুকাল থেকে আইনজীবীরা সাধারণ মানুষকে এই পেশার মাধ্যমে সেবা দিয়ে আসছে। কিন্তু বর্তমানের এই কথার ভিত্তি প্রায় নাই বললেই চলে। 
এটা আমার কথা না, সাধারণ মানুষের কথা। বর্তমানে কোন সাধারণ মানুষ আইনজীবীকে পছন্দ করেন না। পছন্দ করেন না বললে আবার ভুল হবে। যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তিটির কোন আইনজীবীর প্রয়োজন হয় ততক্ষণ পর্যন্ত একজন আইনজীবী তার কাছে ঠকবাজ, প্রতারক, বাটপার, চিটার আরও কত কি।
প্রথমেই বলেছি আইন একটি মহৎ পেশা। তাহলে এই মহৎ পেশার প্রতি সাধারণ মানুষের এই ধারনা কেন?
খুঁজেছি সেই প্রশ্নের উত্তর এবং খুঁজে বেরও করেছি কিছুটা। আজকাল আমাদের সমাজে একটা প্রবাদ হয়ে গেছে যে মামা ছাড়া কিছু হয় না। সেই মামা টাকা+সম্পর্ক। কিন্তু আইনজীবীর কাছে আসতে গিয়ে সেই ভুলটি করেন। কোন ভুক্তভুগি সরাসরি কোন আইনজীবীর কাছে আসে না সহায়তার জন্য। কোন না কোন পরিচয় বা লবিং বা দালাল এর মাধ্যমে আসে। সে মনে করে তারা তাকে সহায়তা করবে ভাল করে।
কিন্তু কথাটা ঠিক নয়। দালাল বা অন্য লোক আইনজীবীর সহায়তায় কাজটির সমাধান করে দেয় ঠিকই কিন্তু সে ভুক্তভুগির কাছ থেকে টাকাটা বেশি নেয়।
অথচ সাধারণ মানুষ ভাবে সে কমে করে দেয়। আসল কথা হল আপনি যদি দালাল এর মাধ্যমে না আসতেন তাহলে আপনি দালালকে টাকা না দিলেও চলতো।
আর এই ভাবেই সাধারণ মানুষ হয়রানি হচ্ছেন এবং দালাল চক্ররা কোটি পতি হয়ে যাচ্ছে। আজকাল দেখা যায় একজন আইনজীবীর চেয়ে দালালের টাকার পরিণাম বেশি। এইসব দালাল এর জন্য আজ আইন পেশার মত একটি মহৎ পেশা হয়ে উঠেছে প্রতারক হিসেবে। বরাবরের মত প্রকৃত দোষীরা রয়ে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। এই ভাবে চলতে থাকলে সাধারণ মানুষের শেষ বিশ্বাসটুকুও চলে যাবে।
সবার কাছে একটি প্রশ্ন যে, এই আইনি দালাল নির্মূলের কি কোন আইন নেই? থাকলে কিভাবে তার বাস্তবায়ন সম্ভব?

No comments:

Post a Comment