Monday, 23 May 2016

কোন কোন দলিলগুলো অনতিবিলম্বে রেজিস্ট্রি করতে হবে।


বাংলাদেশে অনেক মানুষই ভূমি আইন
সম্পর্কে খুব বেশি জানেন না। ফলে
তারা জমি নিয়ে নানা ধরনের
প্রতারণা ও হয়রানির শিকার হন। জমি
রেজিস্ট্রেশন করা খুবই জরুরি।
রেজিস্ট্রেশন আইন ২০০৪ (সংশোধিত)
অনুযায়ী, সকল দলিল রেজিস্ট্রি করা
বাধ্যতামূলক। আইন অনুযায়ী দলিল
রেজিস্ট্রি করা হলে মালিকানা
নিয়ে বিরোধ এড়ানো যায়। এছাড়া
জমি রেজিস্ট্রি করা থাকলে
পরবর্তীতে বিক্রি, দান, উইল করতে
সহজ হয়। স্থাবর সম্পত্তি বিক্রয় দলিল
অবশ্যই লিখিত হতে হবে।
বিশেষ বিশেষ ক্ষেত্রে দলিল অবশ্যই
রেজিস্ট্রেশন করতে হবে।
যেমন :
বিক্রয় দলিল অবশ্যই রেজিস্ট্রি
করতে হবে।
জমি ক্রয় করার পূর্বে বায়না দলিল
সম্পাদন করলে তা ৩০ দিনের মধ্যে
রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করতে
হবে। রেজিস্ট্রি ছাড়া বায়না
দলিলের আইনগত মূল্য নেই।
বায়না চুক্তি প্রবলের জন্য
ফৌজদারি আদালতে প্রতারণার
অভিযোগ এনে দন্ডবিধির ৪২০ ধারায়
মামলা করা যায়।
বায়না দলিল রেজিস্ট্রির তারিখ
হতে ১ বছরের মধ্যে বিক্রয় দলিল সাব-
রেজিস্ট্রি অফিসে দাখিল করতে
হবে।
হেবা বা দানকৃত সম্পত্তির দলিলও
রেজিস্ট্রি করতে হবে।
বন্ধককৃত জমির দলিল রেজিস্ট্রি
করতে হবে।
কোন ভূমি সম্পত্তি মালিকের মৃত্যু
হলে তার উত্তরাধিকারীদের মধ্যে
তার রেখে যাওয়া সম্পত্তি
বাটোয়ারা করা এবং উক্ত
বাটোয়ারা বা আপোষ বণ্টন নামা
রেজিস্ট্রি করতে হবে।

No comments:

Post a Comment